ওয়েব ডিজাইন

✅ ওয়েব ডিজাইন কি ? = ওয়েব ডিজাইন হচ্ছে একটা ওয়েবসাইটের জন্য বাহ্যিক অবকাঠামো তৈরী করা । অর্থাৎ ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারন রূপ কেমন হবে তা নির্ধারণ করা । ওয়েব ডিজাইনারের মুল কাজ একটা পূর্ণাঙ্গ ওয়েব সাইটের টেম্পলেট তৈরি করা, যেমন এটার লেয়াউট কেমন হবে, হেডারে কোথায় মেনু কেমন হবে, সাইডবার হবে কিনা এবং ইমেজগুলো কিভাবে প্রদর্শন করবে ইত্যাদি । ” যা কিছু ডিজাইনড আমরা ওয়েবসাইট এ দেখি সব কিছু ই ওয়েব ডিজাইন । ” ✅ মার্কেটের চাহিদা কেমনঃ মার্কেটে ওয়েব ডিজাইনিং এর প্রচুর পরিমান চাহিদা রয়েছে। তবে আপনি যদি শুধুমাত্র ওয়েব ডিজাইন শিখেন তাহলে আপনার কাজ না পাওয়ার সম্ভাবনাই বেশি। আপনাকে ডায়নামিক ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে। মানে হলো ওয়েব ডেভেলাপমেন্ট শিখতে হবে। যদি তা বেশ কঠিন হয়ে যায় তবে আপনি সাধারন ভাবে ওয়ার্ডপ্রেস শিখতে পারেন। ওয়ার্ডপ্রেস হলো একটা ওয়েব কনটেন্ট ম্যানেজমেন্ট সিষ্টেম। যা দ্বারা আপনি সহজেই ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ✅ ওয়েব ডিজাইন কেন শিখবেন? = ১. অনলাইন ফ্রীলান্সিং করতে পারবেন ২. উচ্চ বেতন স্কেল ৩. বাড়ীতে বসে কাজ করার সুবিধা ৪. স্বাধীনতা ৫. ক্রিয়েটিভিটি ৬। ওয়েব ডিজাইনার কখনো বেকার থাকে না । । 6.নিজের কাজ করতে পারবেন এবং client দের কাজ করতে পারবেন । 7. ✅ আপনাদের কি অনলাইন এবং অফলাইন ২ ভাবে ই কাজ শিখান ? = জি, আমাদের অনলাইন এবং অফলাইন ২ ভাবে ই আমরা ট্রেনিং করাই । ✅ আমরা কিভাবে বাসায় বসে শিখবো ? = আমাদের লাইভ ক্লাস জুম বা স্কাইপ এর মাধ্যমে আপনি ঘরে বসেই ক্লাস করে গ্রাফিক্সের কাজ শিখতে পারবেন । আপনি সেখানে Question করতে পারবেন স্যার ক সরাসরি এবং দেখতে পারবেন । আমরা আপনাকে সফটওয়্যার আর লিঙ্ক দিব ফেইসবুক এর মাধ্যমে সেখান থেকেই আপনাকে আমাদের অনলাইন ক্লাস করতে পারবেন । আপনি যদি তারপরে ও না পারেন তাহলে আমরা ভিডিও দিব ওইটা দেখে আমাদের ক্লাস এ জয়েন করতে পারবেন । ✅ লাইভ ক্লাস করতে আমার কি কি লাগবে? = কম্পিউটার বা ল্যাপটপ লাগবে। মোবাইলে ও শিখতে পারবেন। = ইন্টারনেট কানেকশন ✅ আপনারা ওয়েব ডিজাইন এ কি কি কাজ শিখাবেন ? = HTML = CSS = Javascript = Basic Photoshop = Qquery = Bootstrap = Responsive ওয়েব ডিজাইন = Live Project 2 টা ✅ সফটওয়্যার কি আপনারা প্রদান করবেন ? = জী , আমরা আপনাকে প্রয়োজনীয় সব ধরনের সফটওয়ার প্রদান করব , আপনার ক্রয় করার প্রয়োজন নেই . ✅ আমার কি ইংলিশে অনেক ভাল হতে হবে ? = না , মোটামুটি জানলে হবে , প্রাকটিস করলে উন্নতি হবে . ✅ ওয়েব ডিজাইন শিখলে কি কি কাজ করতে পারব ? ১। প্রিথিবির যেকোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবে । ✅ আমি এই কোর্সটি করলে কত টাকা ইনকাম করতে পারব ? স্যার , মাম, এইটা একটি স্কিল ডেভেলপমেন্ট কোর্স , এইটা ভালভাবে শিখলে মাসে ১০০ থেকে ১০০০ ডলার এর বেশি ইঙ্কাম করার সুযোগ রয়েছে । বাংলাদেসে এখন ৫ লক্ষ প্লাস ফ্রীলানসার আছে যারা বাসায় বসে কাজ করছে এবং অনলাইন থেকে আয় করছে । তবে আরও বেশি বা স্মার্ট ইনকাম করতে হলে ওয়েব ডেভেলপমেন্ট টা ও শিখে ফেলতে হবে ।

কোর্সটি করুন