ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট

ওয়ার্ডপ্রেস হলো একটি CMS (Content Management System)। সহজভাবে বলতে গেলে ওয়েবসাইটের কনটেন্ট ম্যানেজম্যান্ট সিষ্টেম। কনটেন্ট হলো ওয়েবসাইটের উপাদান। ছবি, লেখা ও যাবতীয় তথ্য আপনি যা একটি ওয়েবসাইটে দেখে থাকেন তাই হলো কনটেন্ট। এইগুলি ম্যানেজ করাই হলো Content Management. আর ওয়ার্ডপ্রেস হলো এমন একটি কনটেন্ট ম্যানেজম্যান্ট সিষ্টেম। শুধু তাই নয়, ওয়ার্ডপ্রেস হচ্ছে বিশ্বের এক নাম্বার CMS. ওয়েবসাইট বানানোর জন্য এর জনপ্রিয়তা তুঙ্গে। শিখতে পারলে নিজের আত্নবিশ্বাস ও তুঙ্গে উঠে যাবে। এইবার বুঝেন এইটা শিখা কতটা জরুরি। ওয়ার্ডপ্রেস ডেভেলপারের পেশা সম্পর্কিত প্রশ্নঃ একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার কোথায় কাজ করেন? একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের কাজ কী? কী ধরনের যোগ্যতা থাকতে হয় একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের? একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়? একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের মাসিক আয় কত? ক্যারিয়ার কেমন হতে পারে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের? একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার কোথায় কাজ করেন? আইটি ফার্মে আউটসোর্সিং ফার্মে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট কোম্পানিতে সরকারি প্রতিষ্ঠান বা প্রজেক্টে (যেখানে অনলাইন কন্টেন্ট ম্যানেজমেন্টের কাজ রয়েছে) বেসরকারি প্রতিষ্ঠান বা প্রজেক্টে (যেখানে অনলাইন কন্টেন্ট ম্যানেজমেন্টের কাজ রয়েছে) মিডিয়া কোম্পানিতে একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের কাজ কী? ক্লায়েন্টের চাহিদা বা প্রজেক্টের মূল কাজ সম্পর্কে পরিষ্কার ধারণা নেয়া ও পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত এ ব্যাপারে যোগাযোগ রাখা ওয়েবপেইজ/ওয়েবসাইট/অ্যাপ্লিকেশনের প্রাথমিক লেআউট তৈরির ব্যাপারে ওয়েব ডিজাইনারের সাথে আলোচনা করা প্রজেক্টের জন্য আলাদা ওয়েব ডিজাইনার না থাকলে ওয়েবপেইজ/ওয়েবসাইট/অ্যাপ্লিকেশনের প্রাথমিক লেআউট তৈরি করা ডিজাইনের ভিত্তিতে থিম বা প্লাগইনের প্রাথমিক ভার্সন তৈরি করা থিম বা প্লাগইনের কার্যকারিতা বিভিন্ন ডিভাইসে ও ব্রাউজারে পরীক্ষা করা থিম বা প্লাগইনের চূড়ান্ত ভার্সন রিলিজ করা নিয়মিত থিম বা প্লাগইন আপডেট করা প্রজেক্টের ক্ষেত্রে কাজ শেষ হবার পর ক্লায়েন্টের কাছে প্রজেক্ট হস্তান্তর করা প্রয়োজন হলে পরবর্তীতে ক্লায়েন্টকে টেকনিক্যাল সহায়তা দেয়া কী ধরনের যোগ্যতা থাকতে হয় একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের? ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে কাজ পেতে চাইলে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার কোন বাধ্যবাধকতা নেই। তবে কম্পিউটার সায়েন্স/ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে ডিগ্রি থাকলে তা কাজে দেবে। প্রাতিষ্ঠানিক যোগ্যতা থাকুক বা না থাকুক, কাজের পোর্টফোলিও থাকলে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসাবে আপনার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। আপনি যদি বিভিন্ন ছোট কোর্সের মাধ্যমে বা নিজে নিজে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের কাজ শেখেন, তাহলে আপনার জন্য পোর্টফোলিও থাকা খুব গুরুত্বপূর্ণ। অবশ্য ডিগ্রিধারী ডেভেলপারদের ক্ষেত্রেও একই ব্যাপার প্রযোজ্য। একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপারের কী ধরনের দক্ষতা ও জ্ঞান থাকতে হয়? প্রজেক্টের উপর টেকনিক্যাল জ্ঞানের ধরন নির্ভর করে। এরপরও সাধারণ উদাহরণ হিসাবে নিচের স্কিলগুলোর কথা বলা যায় – ফ্রন্ট-এন্ড কোডিং স্কিল: HTML, CSS, JavaScript, jQuery ব্যাক-এন্ড কোডিং স্কিল: PHP ডাটাবেইজ ম্যানেজমেন্ট: MySQL সাইবার সিকিউরিটি গিটহাব (GitHub) অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (API): REST API নন-টেকনিক্যাল দক্ষতার মধ্যে আপনার প্রয়োজন হবে – সৃজনশীল উপায়ে ও যৌক্তিকভাবে সমস্যা সমাধানের দক্ষতা বিশ্লেষণী ক্ষমতা, যা খুঁটিনাটি বিষয়গুলো পর্যবেক্ষণে সাহায্য করতে পারে নিজে নিজে কাজ করার পাশাপাশি অন্যদের সাথেও কাজ করার মানসিকতা থাকা বিভিন্ন ধরনের কাজ একসাথে সামলানোর দক্ষতা

কোর্সটি করুন